logo
logo

একাডেমীর লক্ষ্য ও উদ্দেশ্য

জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষন ইনস্টিটিউট এবং নিডসি হেলথ এন্ড এডুকেশন অর্গানাইজেশন এর অগ্রযাত্রা ২০০৯ সাল থেকে ঢাকার প্রান কেন্দ্রে অবস্থিত। যুব সমাজের বিশাল একটি অংশ দিনে দিনে বেকারত্বের বেড়া জালে জড়িয়ে পড়ছে। যার কারনে গবেষনায় দেখা গেছে কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষন বিষয় নিয়ে লেখাপড়া অন্যতম । চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগে এবং কম্পিউটার কারিগরি প্রশিক্ষনের জনবলের অভাব। তাছাড়া সারা দেশে পল্লী চিকিৎসক ও কারিগরি শিক্ষার জনবলের চরম সংকট। দেশের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার অভিপ্রায় নিয়ে প্রতিষ্ঠান হয়েছে ” জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষন ইনস্টিটিউট এবং নিডসি হেলথ এন্ড এডুকেশন অর্গানাইজেশন” ইনস্টিটিউট এর পড়ালেখার সুষ্ঠ পরিবেশ ও যুবদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশ ও নৈতিক শিক্ষা লাভের সব ধরনের ব্যবস্থা থাকবে। রাজনীতি, ধুমপান ও সন্ত্রাস মুক্ত পরিবেশ বিরাজমান। একজন দক্ষ ও আর্দশবান প্রশিক্ষিত কারিগরি ও স্বাস্থ্য কমীর্ হিসেবে প্রশিক্ষক গড়ে তুলতে বদ্ধপরিকর,আমরা সকলের একান্ত সহযোগিতা কামনা করি।” নিরাপত্তা আগে কাজ পরে ”।


১. দেশের শিক্ষিত জনশক্তিকে বর্তমান বিশে^র সর্বাধুনিক প্রযুক্তি কম্পিউটার বিজ্ঞানে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা।


২. কম্পিউটার ও কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের যুব সমাজকে সম¥ানজনক কর্মসং¯হানের সুযোগ সৃষ্টির ও বিদেশের কম্পিউটার সায়েন্সে উচ্চ শিক্ষা লাভের জন্য সবার্তাœক সহযোগিতা করা।তি হিসাবে গড়ে তোলা।


৩. আন্তর্জাতিক মানসম্পন্ন কম্পিউটার ও কারিগরি শিক্ষার প্রশিক্ষক হিসেবে গড়ে তোলা ।তি হিসাবে গড়ে তোলা।


৪. দেশে প্রচুর কারিগরি কম্পিউটার প্রোগ্রামার ও প্রশিক্ষক এবং অপারেটরের প্রয়োজন । তাই স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে চাহিদা পূরণ করা হয়।তি হিসাবে গড়ে তোলা।


৫. দেশের প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের কল্যাণের লক্ষ্যে অত্র ইনস্টিটিউট জেলা ও থানা পর্যায়ে শাখা স্থাপন এবং বিভিন্ন প্রকার উন্নয়নমুখী প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করবে যাতে স্ব—স্ব অঞ্চলের যুব সমাজ স্ব—স্ব অঞ্চলে থেকেই আত্ননির্ভরশীল হয়ে উঠতে পারে।তি হিসাবে গড়ে তোলা।


৬. সবোর্পরি দেশের বিপুল যুব সমপ্রদায়কে কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্ননির্ভরশীল করে গড়ে তোলা কর্মসংস্থাপনের সৃষ্টি ও আর্থ —সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করাই আমাদের মূল লক্ষ্য। তি হিসাবে গড়ে তোলা।


কম্পিউটার ও কারিগরি বিভাগ


১. কম্পিউটার অফিস কোর্স / ডাটা ম্যানেজমেন্ট / টাইপ শর্ট হ্যান্ড / ব্লক বাটিক / সেলাই কাটিং / Sopeken English ৩ মাস ৮ম / এস এস সি


২. কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন / কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার / ওয়েব পেইজ ডিজাইন / কম্পিউটার নেটওয়্যারকিং ৬ মাস এস এস সি


৩. কম্পিউটার সায়েন্স এন্ড প্রোগ্রামিং / অডিও ভিডিও এডিটিং/ প্রোগ্রামিং C++ / Auto CAD ( 2D,3D) // ড্রাইভিং ৬ মাস এস এস সি


৪. ঘরে বসে ইন্টারনেট অর্থ উপার্জন (Freelancing & Outsourcing) / ডিজিটাল মার্কেটিং / Affiliate Marketing ৩ মাস এস এস সি


৫. CPA –Marketing / SEO / SMM / SEM / Accounting Software ( Tally ERP-9.0 ) ) ৬ মাস এস এস সি


৬. হায়ার ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং / হাউজ ওয়্যারিং এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৬ মাস / ১ বছর এস এস সি


৭. গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং / ডিপ্লোমা ইন অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং ৬ মাস / ২ বছর এইচ এস সি


৮. পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং / ডিপ্লোমা ইন পাইপ ফিটিংস ইঞ্জিনিয়ারিং ৬ মাস / ৩ বছর বি এ


৯. ডিপ্লোমা ইন ওয়েলডিং ইঞ্জিনিয়ারিং / ডিপ্লোমা ইন কার্পেইন্টার ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা ইন এসি এন্ড ফ্রিজ ইঞ্জিনিয়ারিং ৬ মাস / ১ বছর ৮ম / এস এস সি


১০. সার্ভে আমিন ( ভূমি জরিপ )/ গার্মেন্টস অপারেটর ট্রেনিং / ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইন/ বিউটি পার্লার ৩ মাস ৮ম / এস এস সি


১১. পোল্টি্র / ডেইরী / মৎস / মাশরুম কোস/ ডিপ্লোমা ইন মার্চেন্ডডাইজিং ৩ মাস ৮ম / এস এস সি

মেডিকেল বিভাগ


1. L M A F (পল্লী চিকিৎসা ) ৬ মাস এস এস সি


2. ডিপ্লোমা ইন — প্যারামেডিক


3. ডিপ্লোমা ইন — প্যাথলজি ১৮ মাস / ১ বছর এস এস সি


4. ডিপ্লোমা ইন — মেডিসিন এন্ড সার্জারী / ডিপ্লোমা ইন — নাসিং ১৮মাস / ১ বছর এস এস সি


5. ডিপ্লোমা ইন — ফার্মেসী / ডিপ্লোমা ইন — ডেন্টাল ১৮ মাস / ১ বছর এস এস সি


6. মা ও শিশু কোর্স / R M P / ভিলেজ ডাক্তার ৩ মাস এস এস সি